উইকেট উদযাপন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। ছবি: সংগৃহীত

দুই পেসার আলজারি জোসেফ ও জেসন হোল্ডারের বোলিং দৃঢ়তায় টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে রইল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

‘বি’ গ্রুপে বুধবার প্রথম রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ ৩১ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। খবর বাসসের।

এ ম্যাচ হারলেই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হতো ক্যারিবীয়দের। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ম্যাচসেরা জোসেফের ৪ ও হোল্ডারের ৩ উইকেটে ১২২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

ওয়েস্ট ইন্ডিজের এই জয়ে দারুণভাবে জমে উঠেছে ‘বি’ গ্রুপ। এই গ্রুপ থেকে এখন চার দলেরই সুপার টুয়েলভে যাওয়ার সুযোগ আছে।

দুটি করে খেলা শেষে স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সমান ২ করে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি চার দলের জন্য অঘোষিত সেমিফাইনালে রূপ নিয়েছে। যারা জিতবে তারাই সুপার টুয়েলভে খেলবে।