পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা ভেজাল প্রসাধনী। ছবি : বাংলাদেশ পুলিশ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার সদস্যরা অভিযান চালিয়ে ভেজাল প্রসাধনীসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২ ডিসেম্বর) গাছা থানাধীন চান্দরা চুনের খোলা এলাকার একটি বাড়ি থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন নাটোরের লালপুর থানা এলাকার রিনা খান (৫০), মোসা. লতা (৩২) ও মো. হৃদয় (২৩)।

গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ৩৫ বোতল পেইন আউট স্প্রে অয়েল, ৬.৭ লিটার পারফিউম, ১৫০টি খালি মোড়ক, ২২ বোতল পারফিউম, পেইন আউট স্প্রে প্যাকেজিংয়ের ১৪৫টি খালি মোড়ক, ৪টি পেইন কিলার স্প্রে, ২ লিটার নেজাল স্প্রে, পারফিউমের বোতলের ছিপি এবং পারফিউম তৈরিতে ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়।

গাছা থানার এসআই মো. পাপন হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।