জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ) জাকির হাসান সোমবার জয়দেবপুর বাজার পরিদর্শন করেন। ছবি : জিএমপি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ) জাকির হাসান সোমবার (৪ এপ্রিল) দুপুরে নিরাপত্তা পর্যালোচনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জয়দেবপুর বাজার পরিদর্শন করেন।

জিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।

এ সময় জিএমপির উপ-পুলিশ কমিশনার জয়দেবপুর বাজারের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর জোর দেন। এ ছাড়া কাঁচাবাজার, স্বর্ণ মার্কেটসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন এসি সদর জোন, ওসি সদর থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) সদর থানা ও জয়দেবপুর বাজার সমিতির ব্যবসায়ীবৃন্দ।