পুলিশি হেফাজতে দুই রোহিঙ্গা তরুণী। ছবি : বাংলাদেশ পুলিশ

ভুয়া ঠিকানা ব্যবহার করে জাল পাসপোর্ট বানানোর চেষ্টা করা দুই রোহিঙ্গা তরুণীকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম থানা-পুলিশ।

তাঁরা হলেন মোছা. হাসিনা আক্তার বেবি (১৮) ও মোছা. খুরশিদা খুশি (২২)। তাঁরা কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ জানায়, কুড়িগ্রামের ঢুষমারা থানা ও চর রাজিবপুর থানার ঠিকানা ব্যবহার করে নারায়ণগঞ্জ থেকে জন্মনিবন্ধন করেন তাঁরা। সদর থানা-পুলিশের প্রাথমিক অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে আসে।

ভুয়া পাসপোর্ট বানিয়ে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা ছিল বলে জিজ্ঞাসাবাদে জানান আসামিরা। কিন্তু সদর থানা-পুলিশের বিচক্ষণতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

কুড়িগ্রাম থানা-পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।