পুলিশ সদস্য মিনাল অসুস্থ ভোটারকে কোলে নিয়ে ভোট দিতে সহযোগিতা করেন। ছবি: সংগৃহীত

চাকরি নয় সেবা, পুলিশের এ স্লোগান বাস্তব রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে জামালপুর জেলা পুলিশ। তারই অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের ভোটে মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ কনস্টেবল মিনাল।

ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে ভোট গ্রহণ করা হয় গত ২৬ ডিসেম্বর। এদিন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পাখাডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটনাটি ঘটে।

জেলা পুলিশ জানায়, সরিষাবাড়র পাখাডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন অসুস্থ একজন। তাঁকে কোলে তুলে নিয়ে ভোট দিতে সহযোগিতা করেন পুলিশ সদস্য মিনাল। তিনি এখন প্রশংসায় ভাসছেন।

কনস্টেবল মিনাল বলেন, ‘আমরা সেবার প্রত্যয় নিয়ে পুলিশে যোগদান করেছি। আমরা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে চাই।’

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন বলেন, চাকরি নয় সেবা, এটাই পুলিশের মূলমন্ত্র। তবে সেটা শুধু কথায় নয়, আমরা বাস্তবেও রূপ দিতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।