জামালপুরে পঁচাত্তরের ১৫ আগস্টের কলঙ্কিত অধ্যায় নিয়ে মঞ্চায়িত হয়েছে নাটক ‘অভিশপ্ত আগস্ট’। নাটকটিতে নারকীয় হত্যাকাণ্ড ও কুখ্যাত খুনিসহ নেপথ্যের তথ্য উঠে এসেছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলা শিল্প একাডেমিতে পুলিশ নাট্যদলের প্রযোজনা ও পরিবেশনায় ঘণ্টাব্যাপী এ নাটক মঞ্চায়িত হয়। পরে অভিনয়শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খবর জাগো নিউজের।

এ সময় প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ১৫ আগস্ট জাতির একটি কলঙ্কিত অধ্যায়। ওই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। নাটকটিতে কুখ্যাত খুনিসহ এর নেপথ্যের কুশীলবদের তথ্য-উপাত্ত উঠে এসেছে।