৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ এককে চ্যাম্পিয়ন খেলোয়াড়ের সঙ্গে বাংলাদেশ পুলিশের দল। ছবি: বাংলাদেশ পুলিশ

৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ সেনাবাহিনীকে দুই সেটে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে পুলিশ।

রাজধানীর গুলিস্তানে শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ২৮ জুলাই (বৃহস্পতিবার) টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আব্দুল মালেক।

টুর্নামেন্টে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর দুই খেলোয়াড়। ছবি: বাংলাদেশ পুলিশ

২৪ জুলাই শুরু হয় এবারের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। শেষ হয় ২৮ জুলাই। টুর্নামেন্টে পুরুষ দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট ডিএসএ। রানারআপ হয়েছে আনসার বাহিনী।

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ এককে চ্যাম্পিয়ন খেলোয়াড়ের সঙ্গে বাংলাদেশ পুলিশের দল। ছবি: বাংলাদেশ পুলিশ

নারী একক ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। রানার্সআপ আনছার বাহিনী। নারী দ্বৈত ইভেন্টেও চ্যাম্পিয়ন সেনাবাহিনী। রানার্সআপ আনসার বাহিনী। এ ছাড়া মিশ্র দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন সেনাবাহিনী। রানার্সআপ হয়েছে আনসার বাহিনী।