জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন পিটিসির সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে
আজ মঙ্গলবার পিটিসি টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতা ও তার পরিবারের সদস্যবর্গ ও ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সকল শহীদের প্রতি এক মিনিট নীরবে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা নিবেদন, পিটিসি টাঙ্গাইলের পুলিশ পরিদর্শক আকরাম হোসেন বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধুর ছেলেবেলা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা, প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে বুক-রিভিউ, পুরস্কার বিতরণ, ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সকল শহীদের স্মরণে পিটিসির জামে মসজিদে বিশেষ মোনাজাত, মিষ্টি বিতরণ এবং স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন মো. নজরুল ইসলাম, এনডিসি কমান্ড্যান্ট (ডিআইজি) পিটিসি টাঙ্গাইল, মোহাম্মদ আশফাকুল আলম, ডেপুটি কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আবু নাছের মোহাম্মদ খালেদ, পুলিশ সুপার (প্রশাসন), আব্দুর রহিম শাহ চৌধুরী, পুলিশ সুপার (ট্রেনিং), ফারিয়া আফরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আব্দুল আউয়াল সরদার, সহকারী পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. আনোয়ারুল আজম, সহকারী পুলিশ সুপার (ট্রেনিং), সকল প্রশিক্ষক (আইন ও মাঠ) এবং পিটিসিতে কর্মরত সব সদস্য ও প্রশিক্ষণার্থীরা।