জাতীয় আইনি সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভায় দিনাজপুরের এসপি শাহ ইফতেখার আহমেদ, পিপিএম। ছবি: পুলিশ নিউজ

‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনা মূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য জায়গার মতো দিনাজপুরে পালন হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

এ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র‌্যালি ও দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মো. যাবিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদ, পিপিএম।

ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবদুল্লাহ আল মাসুম, দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, আইনজীবী ও সাংবাদিকরা।