জাতিসংঘে জাতির পিতার ভূমিকা নিয়ে কর্মশালায় ট্যুরিস্ট পুলিশের এসপি মোহাম্মদ আব্দুল হালিম। ছবি: পুলিশ নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পুলিশ সদস্যদের মধ্যে নতুন করে পরিচয় করিয়ে দিতে ট্যুরিস্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল হালিম নিয়েছেন নানামুখী কর্ম পরিকল্পনা।

এরই আলোকে রোববার হয়ে গেল বান্দরবান পুলিশ লাইনসে তিন পার্বত্য জেলা থেকে আগত পুলিশ ফোর্সদের মধ্যে কর্মশালা।

ট্যুরিস্ট পুলিশের এসপি জাতিসংঘে জাতির পিতার ভূমিকা, মানবাধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার অবদানের মূল বিষয়গুলো ১ ঘণ্টার কর্মশালায় উপস্থাপন করেন।

পরে অংশগ্রহণকারী পুলিশ ফোর্সের মধ্যে বিভিন্ন প্রশ্ন সাজিয়ে উত্তর নেওয়া হয়।

কর্মশালার উদ্যোগ নিয়ে এসপি আব্দুল হালিম বলেন, ‘আমরা যারা বঙ্গবন্ধুকে দেখি নাই এবং পুলিশের মতো একটি ব্যস্ত ডিপার্টমেন্টে চাকরি করার সুবাদে বই পড়া তেমন হয়ে ওঠে না বিধায় সেই দিক থেকে মানবাধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার সম্বন্ধে ধারণা দেওয়ার জন্যই এই কর্মশালার আয়োজন।’

তিনি আরও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান হওয়াতেই এ ধরনের কর্মশালা তিনি করতে পারছেন।

জাতিসংঘে জাতির পিতার ভূমিকা নিয়ে কর্মশালায় উপস্থিত পুলিশ সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

ট্যুরিস্ট পুলিশের এসপি আব্দুল হালিম বান্দরবানে যোগদানের পর থেকে জাতির পিতাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করার উদ্দেশ্যে নানামুখী কার্যক্রম পরিচালনা করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ট্যুরিস্ট পুলিশের অফিসের সামনে জাতির পিতার আবক্ষ ভাস্কর্য নির্মাণ, জাতির পিতাকে নিয়ে বিভিন্ন স্কুলে কুইজ আয়োজন ও জাতির পিতার বই পুরস্কার প্রদান, জাতির পিতাকে নিয়ে বিভিন্ন দিবসে মিলাদ ও এতিমখানায় খাবার আয়োজনসহ নানা কর্মসূচি।