বিপিএসএ আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রতিযোগী, আয়োজক ও সংশ্লিষ্টরা ছবি: ডিএমপি

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)।

বিপিএসএ আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রতিযোগী, আয়োজক ও সংশ্লিষ্টরা
ছবি: ডিএমপি

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা।

তাঁর জন্মবার্ষিকীতে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে বিপিএসএ।

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম।

বিপিএসএ আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রতিযোগী, আয়োজক ও সংশ্লিষ্টরা
ছবি: ডিএমপি

প্রতিযোগিতায় কোমলমতি শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ৬-৯, ৯-১৩ ও ১৩-১৮ বছর পর্যন্ত তিনটি বিভাগে ভাগ করে চিত্রাংকন প্রতিযোগিতাটি হয়।
আগামীর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতার সংগ্রাম ও আদর্শের গল্প, শিশুদের মনে বঙ্গবন্ধুর মতো বিষয় ফুটে উঠেছে তুলির আঁচড়ে।
প্রতিযোগিতা শেষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বিপিএসএ আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রতিযোগী, আয়োজক ও সংশ্লিষ্টরা
ছবি: ডিএমপি

ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায় বিপিএম (বার), পিপিএম (বার), গুলশান বিভাগের উপকমিশনার ও বিপিএসএর সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, পিপিএম (বার), বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা ও শিল্পী রনজিৎ দাস।