বক্তব্য চলাকালীন ঘুমিয়ে পড়েন জো বাইডেন। ছবি: সংগৃহীত

স্কটল্যান্ডের গ্লাসগোতে দুই সপ্তাহব্যাপী জাতিসংঘ জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে (কপ ২৬) অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনে বক্তব্য চলাকালীন ঘুমিয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট, এমন একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়, ওয়াশিংটন পোস্টের এক সাংবাদিক ভিডিওটি টুইটারে শেয়ার করে লেখেন, জলবায়ু সম্মেলনের উদ্বোধনী বক্তব্য চলার সময় মনে হয় বাইডেনের ঘুম পাচ্ছিল।

ভিডিওতে দেখা যায়, বাইডেন বক্তব্য শুনছেন। এর কয়েক সেকেন্ড পরই তিনি চোখ বন্ধ করে ফেলেন এবং ওই অবস্থায়ই বক্তব্য শুনতে থাকেন। এ সময় তাঁর কাছে এক ব্যক্তি এগিয়ে আসেন। তখন তিনি চোখ খোলেন এবং ওই ব্যক্তি কিছু একটা নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে থাকেন। ওই ব্যক্তি চলে যাওয়ার পরপরই বক্তব্য শেষ হয়। বক্তব্য শেষ হলে অন্যদের মতো তিনিও হাততালি দেন।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনাটি ঘটে উদ্বোধনী বক্তব্যের ঘণ্টাখানেক পর। ৭৮ বছর বয়সী বাইডেন ২০ সেকেন্ডের মতো চোখ বন্ধ করে দক্ষিণ আফ্রিকান প্রতিবন্ধী অধিকারকর্মী এডি এনডোপুর রেকর্ডকৃত বক্তব্য শুনছিলেন।