পুলিশের হেফাজতে গ্রেপ্তার চোরাকারবারি ও জব্দ করা পিকআপ ভ্যান। ছবি: বাংলাদেশ পুলিশ।

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাপুলিশ অভিযান চালিয়ে ৭৫ বস্তা ভারতীয় চিনিসহ একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম ৩ জুলাই জগন্নাথপুর থানাধীন হবিবনগর এলাকায় টহল অভিযান চালাচ্ছিল। পুলিশের টিম তালুকদার কলোনীর সামনের রাস্তায় পৌছামাত্র একটি পিকআপ ভ্যান থেকে ২ জন ব্যক্তি নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাম শংকর রায়। তার বাড়ি হবিগঞ্জের নবিগঞ্জে।

এ সময় পিকআপ ভ্যানটি তল্লাশি করে ৫০ কেজি করে ৭৫ বস্তায় মোট ৩ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

উদ্ধার চিনির আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা।

পিকআপ ভ্যানটি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি জব্দ করা ভারতীয় চিনির আমদানি সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।