রাজশাহীর শাহ মখদুম থানার অভিযানে আটক ছিনতাইকারী। ছবি: আরএমপি

রাজশাহী মহানগরীতে ছিনতাই করার সময় নিলয় নামের একজনকে আটক করেছে শাহ মখদুম থানা-পুলিশ। ওই সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আটক রাহাবার ইসলাম নিলয় (২১) রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখের চক বিহারীপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রাজশাহীর মোহনপুর থানার বেড়াবাড়ি এলাকার সেলিম রেজা (১৯) গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় রাজশাহীর একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁর ভাবির রিপোর্ট নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে নগরীর রেলগেট থেকে মোহনপুরে ফিরছিলেন। রাত সাড়ে ৭টায় শাহ মখদুম থানার ভুগরইল মোড়ে পৌঁছালে দুজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে পেছন দিক থেকে দ্রুতগতিতে এসে সেলিমের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সেলিম স্থানীয় একজনের মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। ওই সময় পাশেই ডিউটিরত শাহ মখদুম থানা-পুলিশ স্থানীয় জনতার সহায়তায় ভুগরইল দক্ষিণ পাড়া থেকে আসামি নিলয়কে আটক করে।