পুলিশের হেফাজতে গ্রেপ্তার পাঁচ চোরাকারবারি।ছবি: বাংলাদেশ পুলিশ।

সুনামগঞ্জ জেলার ছাতক থানাপুলিশ অভিযান চালিয়ে ১৯টি ভারতীয় মহিষসহ পাঁচজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।

ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ও ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ্ আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল ২৭ সেপ্টেম্বর অভিযান চালিয়ে ১৯টি ভারতীয় মহিষ, ১টি ট্রাক ও ১টি পিকআপ ভ্যানসহ ৫ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করে।

ছাতক পৌরসভাধীন বাগবাড়ী এলাকার সুরমা নদীর পূর্ব পাশে এই অভিযান চালানো চালানো হয়।

গ্রেপ্তার চোরাকারবারিরা হলেন মো. রায়হান আলী ফয়সাল (২৬), ইরাজ উদ্দিন (১৯), মো. সুলেমান আজিদ (২৩), সালমান আহমদ (২০) ও মোজাম্মেল (২২)।

উদ্ধার মহিষের আনুমানিক মূল্য ৫৭ লক্ষ টাকা।

গ্রেপ্তার আসামিরা চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় মহিষ বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।