১২ এপিবিএন উত্তরার অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

ছয় মাসের সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরা।

আজ মঙ্গলবার মোহাম্মদপুর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে আসামি বাসুদেব করকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

বাসুদেব ব্র্যাক ব্যাংক লিমিটেডের মিরপুর শাখা থেকে ৯ লাখ ৪৭ হাজার ৭৪৩.৩৫ টাকা অর্থ আত্মসাৎ মামলার আসামি ছিলেন। তাঁকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।