রংপুর থেকে আটক চোর চক্রের দুই সদস্য সজীব মিয়া ও মধু মিয়া। ছবি: বাংলাদেশ পুলিশ

নীলফামারী জেলার ভোমরা থানার একটি চুরির মামলার তদন্ত করতে গিয়ে রংপুরের মিঠাপুকুর থেকে চুরি হওয়া মোবাইল ফোন সেটসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন মধু মিয়া (২২) এবং সজীব মিয়া (২৩)।

মামলা সূত্রে জানা গেছে, ভোমরা থানার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পীর সাহেবের হাটে সেখানকার বাসিন্দা নুর ইসলামের একটি মুদি দোকান আছে। ওই দোকানে বিকাশের মাধ্যমে মোবাইল ব্যাংকিংও পরিচালনা করা হয়। গত ২৫ সেপ্টেম্বর তাঁর দোকানের শাটারের তালা ভেঙে চোরেরা নগদ টাকা এবং মোবাইল ব্যাংকিং পরিচালনার কাজে ব্যবহার্য সাতটি মোবাইল ফোন সেট নিয়ে যায়। নুর ইসলাম গত ২৫ সেপ্টেম্বর ভোমরা থানায় চুরির মামলা দায়ের করেন।

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্ত করা হয়। আজ ১৫ অক্টোবর ভোর রাতে রংপুরের মিঠা পুকুর থানার মাঝগ্রাম মাঠের হাট এলাকা থেকে মো. মধু মিয়া ও মো. সজীব মিয়াকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে এবং তাঁদের আদালতে পাঠানো হয়েছে। চুরির বাকি মাল উদ্ধার ও চোর চক্রের বাকি সদস্যদের ধরার জন্য পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।