চুয়াডাঙ্গা সদর থানার অভিযানে গ্রেপ্তার হওয়া ছয়জন ও উদ্ধার হওয়া তিন মোটরসাইকেল। ছবি: পুলিশ নিউজ

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে চোরাই তিন মোটরসাইকেল উদ্ধার হয়েছে।

অভিযানে চক্রের হোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

গত ২৬ মার্চ বিকেলে একটি মোটরসাইকেল চুরির বিষয়ে ৩ এপ্রিল চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন আবদুল ওয়াকিল (২৪)। সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে যশোরের কোতোয়ালি থানাধীন চাঁদপাড়া এলাকা থেকে মো. আলামিনকে (৩৪) গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তাঁর হেফাজতে থাকা চোরাই মোটরসাইকেল ও অন্যান্য আলামত জব্দ করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাঁর দেয়া তথ্য অনুযায়ী, একই এলাকায় দুই আসামি জুয়েল রানা (৩৩) ও হানিফকে (৫৫) গ্রেপ্তার করা হয়।
ওই দুজনকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে মাগুরা সদর থানা এলাকা থেকে সেলিম মোল্যা (২৫), কামরুজ্জামান আরমান (২৫) ও জুনায়েদ হোসেনকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।