উদ্ধার করা চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর উত্তরা থেকে চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশা মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ (ডিবি)। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. আজিজুল কাজী ও মো. মান্নান খাঁ। খবর ডিএমপি নিউজের।

শুক্রবার (২৯ এপ্রিল) বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারের সামনে থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় ২৮ এপ্রিল অটোরিকশামালিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি চুরির মামলা হয়।

থানা-পুলিশের পাশাপাশি মামলাটির ছায়া তদন্ত শুরু করে ডিবি উত্তরা বিভাগ।

গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় মুন্সিগঞ্জ-ঢাকা সড়কের মুক্তারপুর ডিঙ্গাভাঙ্গা রাস্তা থেকে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় চুরি হওয়া অটোরিকশাটি।