সিএমপি ট্রাফিক (উত্তর) বিভাগের অভিযানে উদ্ধার হওয়া প্রাইভেট কার। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক (উত্তর) বিভাগের অভিযানে চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার হয়েছে।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

চট্টগ্রামের অক্সিজেন এলাকায় দায়িত্ব পালনের সময় শুক্রবার দুপুর ১২টার দিকে একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহ হয় সার্জেন্ট নছরুল্লার। তিনি গাড়িটিকে দাঁড়ানোর জন্য সংকেত দেন। এতে গাড়িটি না থেমে পালিয়ে যেতে চেষ্টা করে।

পরবর্তী সময়ে পথচারীদের সহায়তায় সার্জেন্ট নছরুল্লা গাড়িটি আটক করেন। এ সময় কাগজপত্র দেখাতে বললে গাড়ির চালক জামাল হোসেন বাবুল (৩৮) বৈধ কোনো নথি দেখাতে পারেননি। পরে তাঁকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

সিএমপি ট্রাফিক (উত্তর) বিভাগের অভিযানে আটক ব্যক্তি। ছবি: সিএমপি

একপর্যায়ে চালক জানান, তিনি গাড়িটি চুরি করে এনেছেন কণর্ফুলী এলাকা থেকে।

গাড়িসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়।