আগুনে পোড়ানো হচ্ছে অবৈধ জাল। ছবি: বাংলাদেশ পুলিশ।

নোয়াখালীর বড়খেরী নৌ ফাঁড়ির পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪০ লক্ষাধিক টাকার অবৈধ জাল উদ্ধার করেছে।

বড়খেরী নৌ ফাঁড়ির লক্ষীপুর ও চাঁদপুরে দায়িত্বরত অফিসার এবং সঙ্গীয় ফোর্স মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে ভাসমান ও পাতানো অবস্থায় আনুমানিক ১ লাখ ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০০ মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করে।

উদ্ধার কারেন্ট জালের আনুমানিক মূল্য ৪০ লাখ পাঁচ হাজার টাকা ও চায়না দুয়ারি জালের আনুমানিক মূল্য ১০ হাজার ৫০০ টাকা ।
পরে উদ্ধার করা জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।