চুয়াডাঙ্গায় পানির পাম্প চুরির ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ২৪ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া পানির পাম্পসহ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলমডাঙ্গার কালিদাসপুর উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

গ্রেপ্তার আসামির নাম মো. এরফান (২৫)।

জেলা পুলিশ জানায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার কালিদাসপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মো. শাহিন আলী ২৪ আগস্ট (বুধবার) রাত ১০টার দিকে কাজ শেষে ঘরে ঘুমাতে যায়। তাঁর স্ত্রী মোছা. রওশন আরা (৪২) ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজের জন্য ঘুম থেকে ওঠে অযু করতে টিউবওয়েলের পাড়ে গিয়ে দেখেন, টিউবওয়েলের সাথে থাকা পানির পাম্পটি নেই। এ ঘটনায় শাহিন থানায় লিখিত অভিযোগ করেন।

এরপর আলমডাঙ্গা থানার একটি চৌকস দল ঘটনা উদঘাটনে কাজ শুরু করে। অবশেষে ২৫ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গা থানা-পুলিশ পেশাদার চোর মো. এরফানকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। তার কাছ থেকে চুরি যাওয়া পানির পাম্পটি উদ্ধার করা হয়েছে।