হবিগঞ্জ জেলা পুলিশের অভিযানে চুরি হওয়া টাইলস উদ্ধার, দুজন গ্রেপ্তার। ছবি: পুলিশ নিউজ

হবিগঞ্জ জেলা পুলিশের অভিযানে চুরি হওয়া টাইলস উদ্ধারের পাশাপাশি দুজন গ্রেপ্তার হয়েছেন।
গত রোববার ফেনী সদর থানা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন আসামিদের আদালতে পাঠানো হয়। তাঁদের মধ্যে একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, হবিগঞ্জের মাধবপুর থানা এলাকার বিএইচএল সিরামিকস কোম্পানি লিমিটেড থেকে ১০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে ৪০০ কার্টুন টাইলস নিয়ে কুমিল্লার দেবিদ্বারের টাইলস গার্ডেনের উদ্দেশে রওনা হন চালক আলী হোসেন ওরফে মো. অনিক (২৮) ও তাঁর সহকারী মো. রিয়াদ (২০)। এসব টাইলসের মূল্য ৩ লাখ ৬৭ হাজার ৭৬৫ টাকা।
পরের দিন বেলা আনুমানিক ১১টার দিকে বিএইচএল কোম্পানির লোকজন যোগাযোগ করলে আলী জানান, গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। বর্তমানে তিনি মুরাদনগর থানাধীন কোম্পানীগঞ্জ এলাকায় আছেন।

পরবর্তী সময়ে আলীর ফোন কোম্পানির লোকজন বন্ধ পায় এবং যথাস্থানে তিনি মালামাল পৌঁছাননি বলে জানতে পারেন। এ ঘটনায় কোম্পানির লোকজন মাধবপুর থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে আলী হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।