নেত্রকোনা মডেল থানার অভিযানে উদ্ধার হওয়া অটোরিকশা ও গ্রেপ্তার ব্যক্তি। কোলাজ: পুলিশ নিউজ

চুরি হওয়ার ১২ ঘণ্টার মধ্যে অটোরিকশা উদ্ধারের পাশাপাশি গাড়িটি চুরি করা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানা-পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, নেত্রকোনা সদরের শ্রীপুরবালী এলাকার মোহাম্মদ আলী (৪৭) দারিদ্র্য ঘোচাতে অটোরিকশা চালান। শরীরের শক্তির সঙ্গে কুলিয়ে উঠতে না পেরে মাঝেমধ্যে রিকশা চালানো বাদ দিয়ে রিকশায় করে সবজি বিক্রি করেন। এভাবেই দিন-রাত পরিশ্রম করে পরিবার-পরিজন নিয়ে দিন পার করছিলেন মোহাম্মদ আলী।

সোমবার বিকেলে মোহাম্মদ আলীর অটোরিকশাটি চুরি হয়ে যায় নেত্রকোনা পুলিশ লাইনসের গেটের সামনে থেকে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে নেত্রকোনা মডেল থানা-পুলিশের দ্বারস্থ হন মোহাম্মদ আলী ও তাঁর পরিবারের সদস্যরা।

বিষয়টি জানার পর নেত্রকোনা মডেল থানা-পুলিশের একটি বিশেষ টিম অটোরিকশাটি উদ্ধারে নামে। এরই একপর্যায়ে নেত্রকোনা পৌরসভাধীন বনোয়াপাড়া এলাকার আবু আব্বাস কলেজের সামনে থেকে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় সোমবার রাত ২টা ৩৫ মিনিটে হাতেনাতে গ্রেপ্তার করা হয় মোশাররফ হোসেনকে (২৫)।