চুয়াডাঙ্গা সদর থানাধীন ৫ নম্বর বিট, আলুকদিয়ায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. জাহিদুল ইসলাম। ছবি: চুয়াডাঙ্গা জেলা পুলিশ

‌‌‌‌’মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’, ‌’বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগান সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সব বিটে একযোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে জেলার ৫৩টি বিটে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর থানাধীন ৫ নম্বর বিট, আলুকদিয়ায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. জাহিদুল ইসলাম। আলুকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহাসিন (পিপিএম বার)।

প্রধান অতিথির বক্তব্যে এসপি বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা পুলিশের ৫৩টি বিটে একযোগে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন। কিন্তু কিছু অসাধু লোক সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাধার সৃষ্টি করছে। আমাদের সবারই এ বিষয়ে খেয়াল রাখতে হবে।
দামুড়হুদা মডেল থানাধীন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাস। দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন, বিট অফিসার এসআই বাবুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আলমডাঙ্গা থানাধীন ৩ নম্বর বিটে (৬, ৭, ৮ নং ওয়ার্ড) অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মো. আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন বিট অফিসার, সহকারী বিট অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। দর্শনা থানাধীন ২ নম্বর বিট রামনগরে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কনক কুমার দাস, লুৎফুল কবীর, দর্শনা থানার ওসি, সব ধর্মাবলম্বীদের নেতা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতা, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।