হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ধারাবাহিকভাবে সাফল্যের সঙ্গে হারানো মোবাইল ফোন ও খোয়া যাওয়া টাকা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসাররা তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোবাইল ফোন এবং বিকাশে ডিজিট ভুল হয়ে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্ধার করা বিভিন্ন মডেলের ১১টি স্মার্টফোন এবং বিকাশে খোয়া যাওয়া ৪৯ হাজার টাকা আজ ১৮ এপ্রিল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এক অনুষ্ঠানে এসব ফোন ও টাকা হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আবু তারেক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো. আলমগীর কবীর, ডিআইও-(১), জেলা বিশেষ শাখা, আব্দুল্লাহ আল-মামুন, অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, শেখ সফিকুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখাসহ সাইবার ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গায় কর্মরত অফিসাররা।