পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১ কেজি গাঁজা ও ১০০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে দর্শনা থানাধীন কোটালি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ঝিনাইদহ সদর থানা এলাকার মো. আশিক (২৪) এবং চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার মো. সোহেল রানা (৩৩)।

ডিবি চুয়াডাঙ্গার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।