চীনের কিংহাই প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেলিঙ্গা শহরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বাসস এ কথা জানিয়েছে। খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার সকাল ১০টা ২১ মিনিটে কিংহাই প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানে।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এ কথা জানায়, ৩৮ দশমিক ৪৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৭ দশমিক ৩৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের আট কিলোমিটার গভীরে ভূমিকম্পটির মূল কেন্দ্র ছিল।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।