মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান হাইয়ান। ছবি : বাসস

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন ও কৌশলগত অংশীদার আখ্যা দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে মসৃণ করতে বেইজিংয়ের কাছে আরও সহযোগিতা চেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গণভবনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান হাইয়ানের প্রতি এই আহ্বান জানান তিনি। খবর বাসসের।

মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে মসৃণ করতে অতীতের চেয়ে চীন আরও বেশি সহযোগিতা করতে পারে।’

মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান সান হাইয়ান।

সান হাইয়ান বলেন, দেশবাসীর ভাগ্য পরিবর্তনের সংগ্রাম এবং জনগণের প্রতি ভালোবাসা ও মমতার কারণে শেখ হাসিনার পুনর্নির্বাচিত হওয়ার বিষয়ে নিশ্চিত ছিলেন শি চিনপিং।

সান সাইয়ান আশা প্রকাশ করেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যক্রম অব্যাহত থাকবে এবং দেশকে একটি সমৃদ্ধ ও উন্নত দেশে রূপান্তর করার কাজ দ্রুতগতিতে চলবে।

চীনের ভাইস মিনিস্টার চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।