চিনির দাম কেজিপ্রতি পাঁচ টাকা বাড়িয়েছে আমদানিকারক ও মিল-মালিক প্রতিষ্ঠানগুলো। দাম বাড়ানোর বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে লিখিতভাবে জানিয়েছেন তাঁরা। খবর আজকের পত্রিকার।

দাম বাড়িয়ে প্রতি কেজি খোলা চিনি ১০৭ টাকা ও প্যাকেট চিনি ১১২ টাকা করা হয়েছে। আগে ছিল প্রতি কেজি খোলা চিনি ১০২ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০৭ টাকা।

মূল্যবৃদ্ধির বিষয়ে আমদানিকারক ও পরিশোধন মিল-মালিকেরা বলেছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হার, উৎপাদন খরচ বেশি হওয়ায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন এ দামে চিনি বিক্রি করা হবে।

গত বছরের নভেম্বরে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন চিনির দাম কেজি প্রতি ১৪ টাকা বাড়িয়েছিল।