ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে পিকআপ ভ্যান চালক। ছবি: বাংলাদেশ পুলিশ

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বিকল হওয়া একটি পিকআপ ভ্যানের চালককে ৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ।

জানা যায়, শনিবার (২৪ জুন) সকাল ৭টা ৫০ মিনিটে চান্দিনার মাধাইয়া বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বিকল হওয়া একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। তখন হাইওয়ে কুমিল্লা রিজিওনের ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মোহাম্মদ আবু সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ পিকআপ ভ্যানের কাছে এগিয়ে গেলে চালক পালানোর চেষ্টাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে চালকের পাশের আসনের পায়ের কাছে সাদা রঙের বাজারের ব্যাগের ভেতর থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার চালক হলেন কুমিল্লা সদর দক্ষিণের উত্তর পাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে কবির হোসেন (২৪)। তাঁর বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।