এপিবিএনের হেফাজতে ভুক্তভোগী কিশোর। ছবি: পুলিশ নিউজ

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল।

গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী রোহিঙ্গা কিশোর মো. রিদুয়ান (১৬) নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা।

এপিবিএন জানায়, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে দুর্বৃত্তরা ভুক্তভোগীকে অপহরণ করে বলে অভিযোগ আসে। খবর পেয়ে অভিযানে নামে এপিবিএনের সদস্যরা। পরে রাত সাড়ে ৯টার দিকে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের নূরানীপাড়ার পাশের একটি পাহাড় থেকে অক্ষত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অপহরণের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় এপিবিএন।