কেএমপির খুলনা থানার অভিযান গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন। ছবি: বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে চার কেজি গাঁজা, একটি মোবাইল ফোনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে খুলনা থানাধীন পাওয়ারহাউস মোড়ের বিএইচবিএফসি ভবনের সামনে থেকে বকুল বেগম (৩৭), সোনিয়া (২১) ও পলাশ হোসেন ওরফে ইউনুচকে (৪০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।