গ্রেপ্তার অনলাইন জুয়াড়িরা। ছবি-সংগৃহীত

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানা-পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে ৮ জন অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার হয়েছেন। খবর খুলনা টাইমসের।

রোববার (২৭ আগস্ট) রাত পৌনে ৮টার সময় লবণচরা থানা-পুলিশ বিশেষ অভিযান চালানোর সময় ওই থানাধীন সাচিবুনিয়া স্লুইসগেটের পাশে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন স্লুইসগেট এলাকার জাফিরুল মোড়লের ছেলে লিটন (২৭) ও রায়হান মোড়ল (১৯), সাজাহান খানের ছেলে সাকিব খান (১৯) এবং মতিউর খাঁর ছেলে ইমরান খাঁ (২০)।

পরদিন ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে লবণচরা থানা-পুলিশ সাচিবুনিয়া বাজারের পাশে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় আরও চারজন জুয়াড়িকে গ্রেপ্তার করে।

তাঁরা হলেন সাচিবুনিয়া স্লুইসগেইট এলাকার আনসার আলী গাজীর ছেলে মোহাম্মদ আলী গাজী (৩২), সাচিবুনিয়া রহিম সড়কের শাজাহান খানের ছেলে আবুল হোসেন (৩৫), নুরুল হকের ছেলে জাহির উদ্দিন (২৯) এবং আবু তালিব শেখের ছেলে উজ্জল শেখ (৪০)।

গ্রেপ্তার অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে লবণচরা থানায় কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।