নাটোরের সিংড়া থানার অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: পুলিশ নিউজ

নাটোরের সিংড়া থানা এলাকায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিংড়া থানায় সোমবার হওয়া মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা যায়, রোববার ভোরে নাটোরের সিংড়া থানাধীন নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী এলাকায় মাথায় বিভিন্ন জায়গায় জখমপ্রাপ্ত অবস্থায় অজ্ঞাতনামা একটি মৃতদেহ পাওয়া যায়। পরবর্তী সময়ে ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তির সহায়তায় মরদেহটি পঞ্চগড়ের তেঁতুলিয়ার নুর ইসলামের (৫১) বলে জানা যায়।

পরবর্তী সময়ে ভুক্তভোগীর ভাই বছির উদ্দিন (৬০) সোমবার ট্রাক ড্রাইভার মো. লাবুর (২৪) পাশাপাশি অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে সিংড়া থানায় মামলা করেন।

সেই মামলার পরিপ্রেক্ষিতে সিংড়া থানার চৌকস একটি টিম ট্রাকচালক পঞ্চগড় সদরের মো. লাবুকে (২৪) সোমবার দুপুরে দিনাজপুরের দশমাইল এলাকা থেকে ট্রাক এবং হত্যার কাজে ব্যবহৃত লিভারসহ গ্রেপ্তার করে।

আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, লাবু ভিকটিম নুর ইসলামকে হত্যার মূল পরিকল্পনাকারী। সহযোগীদের সঙ্গে নিয়ে ভিকটিককে প্রথমে শ্বাসরোধ করে এবং পরে ট্রাকের লিভার দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে ফেলে রেখে তাঁরা পালিয়ে যান।