নড়াইল সদর থানার অভিযানে গ্রেপ্তার হত্যা মামলার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

নড়াইলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের পাশাপাশি আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।

সদর থানার পুলিশ মঙ্গলবার জানায়, জেলা সদরের গোবরা গ্রামের ইমাম শফিকুল ইসলামের স্ত্রী ইতি বেগমকে (৪২) গত ২০ এপ্রিল গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত নারীর স্ত্রী শফিকুল ইসলাম ২২ এপ্রিল নড়াইল সদর থানায় হত্যা মামলা করেন।

এ হত্যা মামলায় তদন্তের ধারাবাহিকতায় গতকাল সোমবার রাত ১০টার দিকে নড়াইল সদর থানার গোবরা গ্রামের নিজ বাড়ি থেকে আসামি জিয়াউর রহমানকে (৪২) গ্রেপ্তার করে সদর থানার পুলিশ।
জিজ্ঞাসাবাদে আসামি জিয়াউর রহমান জানান, ভুক্তভোগী ইতি বেগম (৪২) জমি কিনতে ব্র্যাক ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ করেন, যা আসামি মনিরুল ইসলাম ওরফে মনি ও জিয়াউর রহমান জানতে পারেন। এ টাকা আত্মসাৎ করতে আসামিরা চানাচুর, চকলেট ও কেক খাওয়ানোর একপর্যায়ে কৌশলে ঘুমের ওষুধ মিশ্রিত পানীয় পান করিয়ে ইতি বেগমকে ধর্ষণ করেন। তারপর আসামিদ্বয় ওই নারীকে গলা কেটে হত্যা করেন।