অসহায়দের মধ্যে জাটকা বিতরণ করছে নৌ পুলিশ। ছবি : বাংলাদেশ পুলিশ

চাঁদপুর নৌ পুলিশের নিয়মিত অভিযানের কারণে মেঘনা নদীতে জাটকা নিধন অনেকাংশেই কমেছে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধয়ায় গত মাসে ১৪ জন জেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় পৌনে দুই কোটি মিটার কারেন্ট জাল ও ২৪২ কেজি জাটকা।

এসব অভিযানের সিংহভাগই পরিচালনা করেছে জেলার হরিণাঘাট নৌ পুলিশ। এই ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, জাটকা নিধন থেকে জেলেদের নিবৃত্ত রাখা কঠিন কাজ। বিষয়টি কঠিন হলেও রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে জেলেদের নিবৃত রাখতে হবে।

তিনি আরও বলেন, হালদা নদীতে জেলেরা এখন নিজেরাই পাহারা দেয়। এক সময় মেঘনা পাড়ের জেলেরা ইলিশ রক্ষায় নদী পাহারা দেবে বলে আমার বিশ্বাস।