আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে উদ্ধার করা অবৈধ জাল। ছবি: বাংলাদেশ পুলিশ।

চাঁদপুরের নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে।

আজ মঙ্গলবার সকালে এ অভিযান চালানো হয়।

উদ্ধার জালের আনুমানিক মূল্য সাড়ে সাত লক্ষ টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া নৌ পুলিশের টিম দুইদিন আগে চাঁদপুরের মতলব উত্তরের এখলাছপুর নামক স্থানে মালবাহী কার্গো জাহাজের সাথে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে নিখোঁজ রিনা বেগমের (৩২) লাশ ঘটনাস্থলের কাছাকাছি একটেলের চর নামক স্থান হতে উদ্ধার করেছে।

লাশের পরিচয় শনাক্তের পর স্বজনের কাছে হস্তান্তর করা হয়।