চাঁদপুর নৌ-থানা অবৈধভাবে জাটকা ধরার অপরাধে ১০ জনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে। ছবি: বাংলাদেশ পুলিশ।

চাঁদপুর নৌ-থানার পুলিশ অভিযান চালিয়ে ১ কোটি ৬৬ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও ৫২ কেজি জাটকা উদ্ধার করেছে।

নৌ-থানার উপ-পরিদর্শকের নেতৃত্বে পুলিশের একটি টিম ২ এপ্রিল মেঘনা নদীতে জাটকা নিধনবিরোধী অভিযান পরিচালনা করে ভাসমান ও পাতানো অবস্থায় আনুমানিক ৫ লাখ ৫৪ হাজার ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫২ কেজি জাটকা উদ্ধার করে।

উদ্ধার জালের আনুমানিক মূল্য ১ কোটি ৬৬ লাখ ২৬ হাজার টাকা এবং জাটকার আনুমানিক মূল্য ২৬ হাজার টাকা।

এ ছাড়া অভিযানকালে পাঁচটি নৌকা জব্দ করা হয় এবং চারজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করাসহ দশজনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরে এসব অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস ও মাছ অসহায়দের মাঝে বণ্টন করা হয়।