নৌ পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

চাঁদপুর নৌ-থানার পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ লক্ষ ৭ হাজার ৩০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪৫ কেজি জাটকা উদ্ধার করেছে। গ্রেপ্তার করেছে ৪ জনকে।

নৌ থানাটির চাঁদপুরে দায়িত্বরত উপপরিদর্শকের নেতৃত্বে একটি টিম আজ ২৫ মার্চ সকালে মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান পরিচালনা করে। এ সময় ভাসমান ও পাতানো অবস্থায় আনুমানিক ৫ লক্ষ ৭ হাজার ৩০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪৫ কেজি মাছ উদ্ধার করে। এ ছাড়া কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করে।

উদ্ধার জালের আনুমানিক মূল্য ১ কোটি ৫২ লক্ষ ১৯ হাজার) টাকা এবং মাছের আনুমানিক মূল্য ২২ হাজার ৫০০ টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও মাছ অসহায়দের মাঝে বন্টন করা হয়। গ্রেপ্তার চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।