চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌ সীমানায় মা ইলিশ রক্ষা অভিযানে মাছ ধরার অপরাধে ৪৪ নৌকাসহ ১০৩ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবীর ৭০ কিলোমিটার এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৩ কোটি ৯৪ লাখ ১৮ হাজার ২৫০ মিটার জাল, ৪৪টি মাছ ধরার নৌকা, ৫৯৩ কেজি ইলিশ জব্দ করা হয়। এর মধ্যে আটক ৩৪ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া ৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

নৌ পুলিশ সুপার কার্যালয়ের উপ-পুলিশ পরিদর্শক মো. ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকাজুড়ে নৌ পুলিশের ৬ থানা ও ফাঁড়ি অভিযান পরিচালনা করে থাকে। অভিযানে বিপুল জাল, নৌকা, ইলিশসহ জেলেদের আটক করা হচ্ছে। ২৪ ঘণ্টায় ১৪ মামলা ও ৪ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

১২ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে চাঁদপুরের পদ্মা, মেঘনাসহ দেশের উপকূলের ছয়টি অভয়াশ্রম রয়েছে। সূত্র: ঢাকা মেইল