পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চাঁদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল জর্দাসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সিলগালা করে দেওয়া হয় কারখানাটি।

সোমবার (৭ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর থানাধীন রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

আসামি রিপন মিজির (৩৫) বাড়ি চাঁদপুর সদর থানা এলাকায়।

ডিবির উপপরিদর্শক (এসআই) মাজহারুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় ভেজাল জর্দা তৈরির কারখানা থেকে ১২ বস্তা জর্দা, ৫ বস্তা তামাকের গুঁড়া, সাতটি মেশিন জব্দ করা হয়।

এ সময় আসামি রিপনকে ৩ লাখ টাকা জরিমানা ও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে কারখানাটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।