গ্রেপ্তার দুই গরুচোর। ছবি: বাংলাদেশ পুলিশ।

মাদারীপুরের চরমুগরিয়া পুলিশ ফাড়ির পুলিশ তিনটি চোরাই গরুসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে। জব্দ করেছে চোরাই গরু পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ।

আজ ১৮ জুলাই ভোরে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিরস্ত্র) মো. রবিউল ইসলাম তাঁর ফোর্স নিয়ে ফাঁড়ির আশপাশের এলাকায় রাত্রীকালীন ডিউটি করার সময় আজ ভোর পৌনে ৫টার সময় চরমুগরিয়া বাজার থেকে মাদারীপুরগামী একটি মিনি পিকআপ গাড়িতে ৩টি অস্ট্রেলিয়ান গরু দেখতে পেয়ে চালককে থামানোর জন্য সংকেত দেন। কিন্তু চালক গাড়িটি না থামিয়ে দ্রুতগতিতে চালিয়ে মাদারীপুরের দিকে চলে যান। তখন এসআই রবিউল তাৎক্ষণিকভাবে বিষয়টি খাগদী বাসস্ট্যান্ডের জনৈক ফিরোজ ফকিরকে মোবাইল ফোনে জানিয়ে মিনি পিকআপ গাড়ি থামানোর চেষ্টা করতে বলে নিজে ওই গাড়ির পেছনে ধাওয়া করেন। এরপর ভোর ৫টার সময় খাগদী বাসস্ট্যান্ডের লোকজনের সহায়তায় মিনি পিকআপ গাড়িটি আটক করেন। চালক রেজাউল শেখ (২৬) ও আরোহী লিসানকে (১৯) পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা ৩টি গরু শিবচর থানা এলাকা থেকে চুরি করেছেন মর্মে স্বীকার করেন।

এরপর এসআই রবিউল ইসলাম জব্দ তালিকা মূলে ৩টি অস্ট্রেলিয়ান গরু ও চোরাই কাজে ব্যবহৃত মিনি পিকআপ গাড়িটি জব্দ করেন।

উদ্ধার ৩টি গরুর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা ও মিনি পিকআপের আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা।

পরে গরুর মালিক শিবচর থানায় মামলা দায়ের করলে তাঁর কাছে গরুগুলো হস্তান্তর করা হয়।