চট্টগ্রাম রেলওয়ে জেলার উদ্যোগে রেলপথে নাশকতা রোধে জনসচেতনতামূলক বিভিন্ন সভায় উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা। ছবি: পুলিশ নিউজ

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রেলওয়ে জেলা চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীর নির্দেশনায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।

চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জের (ওসি) সভাপতিত্বে চট্টগ্রাম রেলওয়ে জেলার আওতাধীন চাঁদপুর বড় রেলওয়ে স্টেশন এলাকা, লাকসাম রেলওয়ে থানার ওসির সভাপতিত্বে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন রেললাইন এলাকা, ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসির সভাপতিত্বে চট্টগ্রামের ভাটিয়ারী রেললাইন এলাকায়, সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসির সভাপতিত্বে চট্টগ্রামের সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন এলাকায় কর্মসূচি হয়। এ ছাড়া ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসির সভাপতিত্বে ফেনীর সহদেবপুর রেলক্রসিং এলাকায়, চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসির সভাপতিত্বে নোয়াখালীর আটিয়া ব্রিজ রেলক্রসিং এলাকা, কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসির সভাপতিত্বে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথে নাশকতা রোধে বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ছোট ছোট জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভাগুলোতে উপস্থিত ছিলেন রেলওয়ের কর্মী, দোকানদার, সাধারণ যাত্রী, প্রভাবশালী ব্যক্তি এবং রেললাইনের পাশে বসবাসরত সাধারণ মানুষ।

জনসচেতনতামূলক সভাগুলোতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীকে ধরিয়ে দেওয়া, রেললাইনের যন্ত্রাংশ (নাট, বল্টু, স্লিপার ইত্যাদি) চুরি বন্ধ এবং রেলপথে নাশকতা রোধে রেলওয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।