চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্টের ক্লিংকারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এতে সাত নাবিক নিখোঁজের খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৮ মার্চ) রাত সাতে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিডিনিউজ টোয়েন্টফোরের।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, ডুবে যাওয়া ‘এমভি টিটু-১৪’ জাহাজটি আবুল খায়ের গ্রুপের।

জাহাজটির নাবিকদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অন্য একটি লাইটার জাহাজের ধাক্কায় ‘এমভি টিটু-১৪’ ডুবে যায়। তবে আসলে কী ঘটেছিল, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি বন্দর কর্মকর্তারা।

বন্দরের সচিব আজ সকালে বলেন, ‘জাহাজটিতে ১৩ জন নাবিক ও ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড এবং আমাদের পাইলট বোট নিয়ে অন্যদের উদ্ধারে অভিযান চলছে। এখনো জাহাজের ৭ জন নাবিক ও ক্রু নিখোঁজ আছেন।

জাহাজটি সিমেন্টের ক্লিংকার বোঝাইয়ের পর গন্তব্য যাওয়ার আগে আলফা অ্যাংকরেজে (বে টার্মিনালের জন্য নির্ধারিত অংশে) অপেক্ষা করছিল।