চট্টগ্রাম নগরীতে ৯ এপিবিএনের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৯ এপিবিএন)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানা এলাকায় ২৩ জুন (রোববার) সন্ধ্যায় অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. শরিফ (২১)। তাঁর কাছ থেকে ৪০টি ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এপিবিএন জানায়, সিএমপির বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় ২৩ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে ৪০টি ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজাসহ শরিফকে গ্রেপ্তার করে ৯ এপিবিএনের একটি দল। তাঁর বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।