২ এপিবিএনের অধিনায়কের কার্যালয়ে ফোন ও টাকা হস্তান্ততের খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

হারানো ১৭টি মোবাইল ফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস নগদে ভুল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ময়মনসিংহ ইউনিট।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) নিজ কার্যালয়ে ভুক্তভোগীদের হাতে ফোন ও টাকা তুলে দেন ২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান।

হারানো ফোন ফিরে পেয়ে ২ এপিবিএনকে ধন্যবাদ জানান ভুক্তভোগীরা। এ সময় ইউনিটের বিকিউএম অতিরিক্ত পুলিশ সুপার, এএসপি(হেডকোয়ার্টার্স), পুলিশ পরিদর্শক, অপারেশনস শাখা, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ প্রমুখ উপস্থিত ছিলেন।

২ এপিবিএন জানায়, ১৭টি মোবাইল ফোন হারানো এবং নগদে ভুল নম্বরে ২৫ হাজার টাকা চলে যাওয়ার ঘটনায় দেশের বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরই ধারাবাহিকতায় এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার সহায়তা এসব ফোন ও টাকা উদ্ধার করে ২ এপিবিএনের সাইবার ক্রাইম সেল।