চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, গ্রিল কাটার বিভিন্ন সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিএমপির আকবর শাহ থানা এলাকা থেকে ৩ জুন (শুক্রবার) তাঁদের গ্রেপ্তার করা হয়।

সিএমপি জানায়, সিএমপির আকবর শাহ থানার একটি দল ৩ জুন আকবর শাহ থানার নন্দন হাউজিং সোসাইটি-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ, খেলনা পিস্তল, টিপ ছোরা, হাতুড়ি, স্ক্রু ড্রাইভার এবং তালা ভাঙা ও শাটার কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, তাঁরা ডাকাত দলের সদস্য। ডাকাতির কাজে চক্রটির সদস্যদের প্রত্যেকের রয়েছে ভিন্ন ভিন্ন দায়িত্ব। কেউ রেকি করে, কেউ তালা/শাটার কাটে, কেউ লুঙ্গি বা বড় ছাতা দিয়ে তালা কাটার কাজে নিয়োজিত সদস্যকে আড়াল করে রাখে। নির্বিঘ্নে চুরি নিশ্চিত করতে তাদের কেউ আশপাশে কোনো লোকজন থাকলে তাদের সাথে গল্প করতে থাকে। তারা মাঝে মাঝে রিকশাচালকের বেশ ধারণ করে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ছাড়াও কুমিল্লা, ঢাকা মহানগর ও বরিশাল মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।