চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার চারজন। ছবি: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

চট্টগ্রামে মহানগর পুলিশের কর্ণফুলি থানাধীন মইজ্জ্যারটেক মোড় এলাকা থেকে ৬ হাজার ২০০টি ইয়াবা বড়িসহ চার জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।
শুক্রবার তাদের গ্ৰেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত আটটার দিকে উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) মুহাম্মদ আলী হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমার নির্দেশনায় পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) আবু জায়েদ মো. নাজমুন নুরের নেতৃত্বে এসআই মো. আবু বকর সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে রাত আটটার দিকে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলি থানাধীন মইজ্জ্যারটেক মোড়ের এসআলম সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় অভিযান পরিচালনা করে ৬২০০টি ইয়াবা বড়িসহ মো. দিদারুল আলম(২৭), মো. সোহেল (২৪), মো. আবু হানিফ (২৭) ও আবু জাফর মো. মহিউদ্দিনকে (৩৯) গ্রেপ্তার করেন।

তাঁদের বিরুদ্ধে নগরীর কর্ণফুলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।