করোনাভাইরাস I প্রতীকী ছবি

চট্টগ্রামে নতুন করে আরও ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। সংক্রমণের হার ৩০ দশমিক ৪৬ শতাংশ। খবর বাসসের।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় ২০ জানুয়ারির (বৃহস্পতিবার) প্রতিবেদনে জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩০ জনসহ এই জেলায় করোনা সংক্রমিত মোট রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৮ হাজার ৩৭৬ জন হয়েছে। তাঁদের মধ্যে শহরের ৭৯ হাজার ২৪ ও গ্রামের ২৯ হাজার ৩৫২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শহরের একজনের মৃত্যু হয়। এতে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪২ জনে। এঁদের মধ্যে শহরের ৭২৮ জন ও গ্রামের ৬১৪ জন।